কুড়িগ্রামের উলিপুরে জনসচেতনতা বৃদ্ধি ও দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ধামশ্রেনীর চৌমহনী বাজারে এ মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার আব্দুর রাজ্জাক।
মহড়ায় অংশগ্রহণকারীরা অগ্নিকাণ্ড, ভূমিকম্প, দুর্ঘটনা পরবর্তী উদ্ধার অভিযান, অগ্নি নির্বাপন এবং দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধারে প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন কার্যক্রম শিখেছেন।
উলিপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্বাছ আলী জানান, এই ধরনের মহড়া জনগণকে দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করতে এবং সঠিক তৎপরতা নিতে সহায়তা করে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে