AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির চারুকলা বিভাগের ছয় ব্যাচে পাঁচ শিক্ষক


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৮:২৩ পিএম, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ইবির চারুকলা বিভাগের ছয় ব্যাচে পাঁচ শিক্ষক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। 

মঙ্গলবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা ‘সব কাজ চলমান তবে শিক্ষক নিয়োগে গাফিলতি কেন?’, ‘চারুকলায় অন্য বিভাগের শিক্ষক কেন?’, ‘সৎ, দক্ষ ও যোগ্য শিক্ষক চাই’সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। এসময় তারা অতিদ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

জানা যায়, বিভাগটিতে চলমান ছয়টি ব্যাচের মোট ১৭টি ডিসিপ্লিনের শিক্ষা কার্যক্রম চলছে মাত্র ৫ জন শিক্ষক দিয়ে। এরমধ্যে প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের একজন শিক্ষকই সামলাচ্ছেন সকল ব্যাচ। এছাড়া গ্রাফিক্স ডিজাইন এবং ড্রয়িং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনে দুইজন করে মোট চারজন শিক্ষকে ভর করে খুড়িয়ে চলছে বিভাগটির ছয়টি ব্যাচের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম।    

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০১৯ সালে বিভাগটি প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষক সংকট সহ নানা সমস্যা মোকাবেলা করে আসছে। আমাদের ডিসিপ্লিনগুলো হাতে-কলমে শিক্ষার বিষয় হলেও অল্প কয়েকজন শিক্ষকের মাধ্যমে সেই চাহিদা পূরণ হচ্ছে না। এছাড়া অতিথি শিক্ষকরা ক্লাস নিলেও বিভাগের বিষয়বস্তুর সঙ্গে সম্পূর্ণভাবে পরিচিত না থাকায় শিক্ষার্থীরা কাক্সিক্ষত শিক্ষা পাচ্ছেন না। এদিকে শিক্ষক সংকটে চারুকলা সহ অন্যান্য যেসব বিভাগের শ্রেণিকার্যক্রম বিঘ্নিত হচ্ছে সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজর না দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন অবকাঠামো উদ্বোধন করে বেড়ায়। এসব বিভাগে অতিদ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার মান ফিরিয়ে না আনলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

 


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!