AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাকসু নির্বাচনের ভোটগণনা চলছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩৭ পিএম, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনের ভোটগণনা  চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট শেষে বিকেলের পরপরই গণনা শুরু হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাত ১২টার মধ্যেই ফল ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিনে সরাসরি গণনার চিত্র দেখানো হচ্ছে।

সারাদিনের ভোটগ্রহণে বড় ধরনের কোনো সংঘাত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। ফলে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

তথ্যমতে, এবার গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে জহুরুল হক হলে ভোটার ১ হাজার ৯৬৩ জনের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ৬৫৮টি (৮৩.৪৩ শতাংশ), এস এম হলে ৬৬৫ জনের মধ্যে ৫৫২টি (৮২.৯৩ শতাংশ), জগন্নাথ হলে ২ হাজার ২২২ জনের মধ্যে ১ হাজার ৮৩১টি (৮২.৪৫ শতাংশ) এবং রোকেয়া হলে ৫ হাজার ৬৭৬ জনের মধ্যে ৩ হাজার ৯০৭টি (৬৯ শতাংশ)।

ডাকসুর মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ ছাত্র। ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যাদের মধ্যে ৬২ জন ছাত্রীও রয়েছেন।

 


একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!