ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলমান রয়েছে। ভোট স্থগিত বা বন্ধ হওয়ার খবরকে তারা গুজব বলে অভিহিত করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট গ্রহণ অব্যাহত রয়েছে। এ নিয়ে বিভ্রান্তিমূলক কোনো প্রচারণায় কান না দিতে প্রার্থী ও ভোটারদের অনুরোধ জানানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে