AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উপাচার্যকে ১৫ দফা দাবি জানিয়ে ‘ইবি সংস্কার আন্দোলনে’র আত্মপ্রকাশ


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৭:১৬ পিএম, ৯ সেপ্টেম্বর, ২০২৫

উপাচার্যকে ১৫ দফা দাবি জানিয়ে ‘ইবি সংস্কার আন্দোলনে’র আত্মপ্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য ১৫ দাবি জানিয়ে শিক্ষার্থীদের নতুন প্লাটফর্ম ‘ইবি সংস্কার আন্দোলন’ আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে এসব শিক্ষার্থীবান্ধব দাবি জানিয়ে স্মারকলিপি দেন তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে— সেশনজট নিরসনে শিক্ষক নিয়োগ, সাজিদ হত্যার বিচার নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ছাত্র সংসদ গঠন, ডিজিটালাইজেশন, আবাসন সংকট নিরসন, চিকিৎসা সেবার উন্নয়ন ও হলের খাবারের মান বৃদ্ধি করা। এছাড়া ফ্যাসিবাদের বিচার, পরিবহন সংকট নিরসন, ছাত্রী কমনরুম নিশ্চিত, সাইবার বুলিং বন্ধে নীতিমালা প্রণয়ন, যৌন নিপীড়ন বিরোধী সেলের কার্যক্রম জোরদার ও ফ্যাসিবাদী আমলেকৃত ছাত্রী হয়রানির বিচার নিশ্চিত করা সহ ১৫ দফা দাবি।

স্মারকলিপিতে অর্থনীতি বিভাগের খন্দকার আবৃু সাঈম ও ত্বকী ওয়াসীফ, ফোকলোর স্টাডিজ বিভাগের ঐশি জামান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের রাউফুল্লাহ খান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মাহফুজুর রহমান ও আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোসাদ্দেক হোসেন সহ ২১ জন শিক্ষার্থী স্বাক্ষর করেন।

খন্দকার আবু সাঈম বলেন, আমরা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ভিসি স্যারের কাছে ১৫ দফা দাবি জানিয়ে এসেছি। আমরা অতিদ্রুত এসব শিক্ষার্থীবান্ধব দাবির বাস্তবায়ন চাই। আমরা এখান থেকে ‘ইবি সংস্কার আন্দোলন’ নামে একটি প্লাটফর্ম ঘোষণা করছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধান ও সংস্কার করতে সর্বদা সোচ্চার থাকবো। আমরা শীঘ্রই প্লাটফর্মটির একটি ঘোষনা করবো।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শিক্ষক সংকট নিরসন ও সেশনজটে কার্যকরী ব্যবস্থা সহ কয়েকটি কাজ চলমান রয়েছে। এছাড়া দাবির অন্যান্য কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো।  


একুশে সংবাদ/ সাএ

 

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!