শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০ বুথে ভোট অনুষ্ঠিত হয়। কিছু সময় পর শুরু হবে গণনা।
ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্রে আগে থেকে ব্যালটে চিহ্ন দেওয়া এবং অনিয়মের অভিযোগ উঠেছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ এ বিষয়ে অভিযোগ করে। অন্যদিকে ভোটের শেষ দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট–সমর্থিত ভিপি প্রার্থী তাহমিনা আক্তার।
এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের ২৩৪ পদে লড়ছেন এক হাজারের বেশি প্রার্থী।
ভোটে অংশ নিয়েছে অন্তত ১০টি প্যানেল। এর মধ্যে রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, বাম সংগঠনের কয়েকটি জোট, বাগছাস, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন প্ল্যাটফর্ম। এছাড়া বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একুশে সংবাদ/এ.জে