AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে কিশোর গ্যাং লিডার ‘পিস্তল রুবেল’ দুই সহযোগীসহ আটক


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৮:২৬ পিএম, ৯ সেপ্টেম্বর, ২০২৫

শ্রীপুরে কিশোর গ্যাং লিডার ‘পিস্তল রুবেল’ দুই সহযোগীসহ আটক

গাজীপুরের শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ী হাসিবুল ইসলাম বাদশা (৪০) হত্যা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার ‘পিস্তল রুবেল’ (৩০)কে আট মাস পর গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে আরও দুই সহযোগীকেও আটক করা হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আসামিদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কেওয়া পশ্চিমখণ্ড এলাকার আলী আকবরের ছেলে কিশোর গ্যাং লিডার পিস্তল রুবেল (৩০), একই এলাকার শামীমের ছেলে সাব্বির হোসেন (২০) এবং হাজাঙ্গীর হোসেনের ছেলে সজীব হোসেন (২২)। এসময় আসামিদের কাছ থেকে সিলভার কালারের একটি এলিয়ন প্রাইভেটকার (ঢাকা-অ ৬২২) জব্দ করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, হত্যার পর থেকে প্রধান আসামি রুবেল পলাতক ছিল এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তার বাড়ি ঘেরাও করা হলে, পূর্বে প্রস্তুত রাখা একটি সুরঙ্গপথ দিয়ে পালানোর চেষ্টা করে সে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে সুরঙ্গের মুখে অবস্থান নিয়ে রুবেলসহ তার সহযোগীদের গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পরদিন মামলার এজাহারনামীয় আসামি অন্তর (২০) ও রুমান (২০) কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। তবে তাদের জামিন হয়েছে কিনা তিনি নিশ্চিত করতে পারেননি।

প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি ভোররাতে ঢাকায় আত্মীয়ের বাসা থেকে মাওনা চৌরাস্তা এলাকায় নিজ বাড়িতে ফেরার সময় কিশোর গ্যাং প্রধান পিস্তল রুবেলসহ ৭-৮ জন সহযোগী ব্যবসায়ী হাসিবুল ইসলাম বাদশার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা বাদশাকে মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 


একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!