AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবিতে সাজিদ আব্দুল্লাহসহ ৩২৭ হাফেজকে ছাত্রশিবিরের সংবর্ধনা



ইবিতে সাজিদ আব্দুল্লাহসহ ৩২৭ হাফেজকে ছাত্রশিবিরের সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)  ৩২৭ জন হাফেজকে সংবর্ধনা দিয়েছে শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে হাফেজদের মাঝে ক্রেস্ট ও অর্থসহ আল-কুরআন উপহার দেয় সংগঠনটি। 

গত মে মাসে সংবর্ধনার জন্য রেজিস্ট্রেশন আহ্বান করেন তারা। এতে বিভিন্ন বিভাগের মোট ৩২৭ জন শিক্ষার্থী অংশ নেন। সেসময় রেজিস্ট্রেশন করেন সম্প্রতি শ্বাসরোধে নিহত বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহও। সাজিদের উপহার তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি৷

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‌সাজিদ আব্দুল্লাহ কুরআনের হাফেজ ছিলেন। আজ তাকে পাশে না পেয়ে আমরা ব্যথিত। তার উপহার পরিবারের কাছে পাঠানো হবে। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। তার মৃত্যুর ৪০ দিন পেরোলেও হত্যাকারীরা শনাক্ত হয়নি। আমরা প্রশাসনের কাছে এ হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করছি। 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. আব্দুল মান্নান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আকতার হোসেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য অতিথিরা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!