শিক্ষার্থীদের ব্যবহারের জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে (সিকৃবি) একটি ৪৬ সিটের বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।
রবিবার (৩আগস্ট) দুপুর আনুষ্ঠানিকভাবে সিকৃবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আলী বাসটির চাবি সিকৃবির উপাচার্য প্রফেসর ড. মো: আলিমুল ইসলামের কাছে হস্তান্তর করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই -ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার,প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহম্মদ ও পূবালী ব্যাংক সিলেট রিজিওনের জেনারেল ম্যানেজার চৌধুরী মো: সফিউল হাসান।
সিকৃবির পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, "শিক্ষার্থীদের মেধা বিকাশ, কল্যাণ সাধন এবং তাদের আন্তর্জাতিক মানের মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ সফল করতে পূবালী ব্যাংক আগামীতে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পূবালী ব্যাংক কর্তৃপক্ষ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও উপাচার্য প্রত্যাশা করেন।"
প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আলী বলেন,"দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা ও গবেষণায় অনুদান দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় সিলেট বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমাদের সাহায্য-সহযোগিতা অব্যহত থাকবে। আমরা পূবালী পরিবার বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও টেকনোলজির উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে আগ্রহী।"
একুশে সংবাদ/এ.জে