AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাকসু নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল



ডাকসু নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সবার আগে আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান লিখিত ইশতেহার পাঠ করেন। এতে মোট ১০টি দফা অন্তর্ভুক্ত রয়েছে।

ছাত্রদলের ১০ দফা ইশতেহার

১. শিক্ষা ও গবেষণার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আধুনিক, নিরাপদ, আনন্দময় ও বসবাসযোগ্য ক্যাম্পাস গড়ে তোলা।
২. নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসুরক্ষা এবং সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ।
৩. শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়ক ব্যবস্থা।
৪. পাঠ্যক্রম, অবকাঠামো ও পরীক্ষাপদ্ধতির আধুনিকায়ন এবং গবেষণার মানোন্নয়ন।
৫. বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার উন্নয়ন, শাটল সার্ভিস চালু এবং যাতায়াত সহজতর করা।
৬. হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ ও ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
৭. তরুণদের গঠনমূলক কার্যক্রমে সম্পৃক্তকরণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্প্রসারণ।
৮. শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ ও সাইবার বুলিং প্রতিরোধ।
৯. কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা।
১০. ডাকসুকে কার্যকর করা এবং আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধি।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!