AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবি রিসার্চ সোসাইটির আয়োজনে ‘জার্নি টু ক্যারিয়ার’ সেমিনার অনুষ্ঠিত



পবিপ্রবি রিসার্চ সোসাইটির আয়োজনে ‘জার্নি টু ক্যারিয়ার’ সেমিনার অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রিসার্চ সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে ‘জার্নি টু ক্যারিয়ার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বিডিজবসের হেড অব প্রোগ্রামস মোহাম্মদ আলী ফিরোজ। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. গোপাল সাহা এবং অধ্যাপক ড. মো. শেখ আবদুল্লাহ আল মামুন হোসেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরাও সেমিনারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিপ্রবি রিসার্চ সোসাইটির সভাপতি পার্থ সরকার ধ্রুব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পবিপ্রবি রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা মো. জয় ভাঙ্গী এবং সংগঠনের সদস্য নাফিসা ইয়াসমিন লিনা।

অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ আবদুল্লাহ আল মামুন হোসেন বলেন, ❝বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সংগঠন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও গবেষণাকে সমৃদ্ধ করবে। একই সঙ্গে একাডেমিক শিক্ষার বাইরেও শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ক্ষেত্র প্রসারিত হবে। তাই সাধারণ শিক্ষার্থীদের এই ধরনের সংগঠন ও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা জরুরি।❞

অধ্যাপক ড. গোপাল সাহা বলেন, ❝বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর এ ধরনের যুগোপযোগী কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। শিক্ষার্থীদের নিয়ে এমন উদ্যোগ গ্রহণ করায় বিডিজবসকে ধন্যবাদ। ভবিষ্যতে আরও ক্যারিয়ারভিত্তিক অনুষ্ঠান আয়োজন করা হলে আমাদের ভালো লাগবে।❞

অন্যান্য অতিথিরাও রিসার্চ সোসাইটির এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং সংগঠনের অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!