AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাভাবিপ্রবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান ড. মোহাম্মদ ইদ্রিস আলী


Ekushey Sangbad
মাভাবিপ্রবি প্রতিনিধি
০৩:৪৭ পিএম, ২৮ আগস্ট, ২০২৫

মাভাবিপ্রবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান ড. মোহাম্মদ ইদ্রিস আলী

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.মোহাম্মদ খাদেমুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে । এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বলে জানা যায় ।

অফিস আদেশে বলা হয়,যথাযথ কর্তৃপক্ষের আদেশক্রমে জানাচ্ছি যে, ২৭/০৮/২০২৫ তারিখ হতে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শর্তে আপনাকে রসায়ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

এই বিষয়ে অধ্যাপক ড.মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন এক বিশাল কর্মযজ্ঞের বিষয়। বিভাগের একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন, যেমন-একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাস সম্পন্ন, সময়মতো পরীক্ষা গ্রহণ এবং ন্যূনতম সময়ে ফলাফল প্রকাশে নিষ্ঠার সঙ্গে কাজ করব। রসায়ন যেহেতু একটি মৌলিক ও গবেষণাধর্মী বিষয়, সুতরাং এ বিষয়ের লক্ষ্য পূরণে ব্যবহারিক ও গবেষণা কার্যক্রমের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে মনোযোগ দিব।

বিভাগে ল্যাবরেটরি ও ক্লাসরুমের অনেক সংকট রয়ে গেছে—এ সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট চাহিদা প্রেরণ ও নিবেদন জানাব। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নে এবং শিক্ষার্থীদের সমস্যাবলী আরও কাছ থেকে জানার চেষ্টা করব।

সর্বোপরি, একটি বিভাগের কার্যক্রম যেহেতু একটি দলবদ্ধ কর্ম, সুতরাং সহকর্মীদের সহযোগিতা গ্রহণ করে একাডেমিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উন্নয়নে সর্বোচ্চ শ্রম বিনিয়োগ করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সকলের সহযোগিতায় রসায়ন বিভাগকে আন্তর্জাতিক মানের একটি বিভাগে রূপান্তর করার আশাবাদ ব্যক্ত করছি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!