সরকারি প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে।
প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, পদোন্নতির পর কোনো কর্মকর্তার কর্মস্থল পরিবর্তিত হয়ে থাকলে তিনি নতুন দফতরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন।
এছাড়া কারও বিরুদ্ধে ভবিষ্যতে ভিন্নমুখী তথ্য প্রমাণিত হলে পদোন্নতি সংক্রান্ত এ আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা অনলাইনে যোগদানপত্র দাখিল করতে পারবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে