রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
আজ সোমবার শোক বার্তায় যবিপ্রবি উপাচার্য বলেন, এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমি নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি। শোক-সন্তপ্ত পরিবারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি যবিপ্রবি পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
একুশে সংবাদ/এ.জে