AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৮:৩৯ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

তানোরে অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তানোর উপজেলার মালশিরা গ্রামে ঘটানো ডাকাতির রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় ৮ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং দেশীয় অস্ত্রসহ লুটপাট করা মালামাল জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ৫ সেপ্টেম্বর ভোর রাতে মালশিরা গ্রামের মোয়াজ্জেমুল হোসেনের বাড়িতে ডাকাতি চালানো হয়। ডাকাতরা স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা, ৪টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।

ডিবি পুলিশের অভিযানে জয়পুরহাটের আক্কেলপুর থানার তিলকপুর রেলস্টেশন এলাকা থেকে ৭ জন এবং নওগাঁ সদর থানার ইদুর বটতলা থেকে একজন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— শাহাদত হোসেন কলম (৩৩), শান্ত ইসলাম (২৬), বেলাল হোসেন (৩০), শুকুর আলী (৫২), শাকিল হোসেন (৪০), রানা হোসেন (২৪), রাসেল হোসেন (২২) ও এখলাছ রহমান মিন্টু (৪২)।

গ্রেফতার মোঃ শুকুর আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি জানান, ডাকাতির সময় পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল নিয়ে যায়।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি ও দস্যুতা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে আরও তথ্য উদঘাটন ও লুটপাটকৃত মালামাল উদ্ধার কার্যক্রম চলমান।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Link copied!