ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুণবহা গ্রামের রাজিব শিকদার (৩২) উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে তিন মাস আগে রাজিব প্রবাসে গিয়েছিলেন। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। মরদেহ ফেরত আনার প্রক্রিয়ায় জটিলতার কারণে পরিবারের ধৈর্য কমে এসেছে।
নিহতের বাবা মো. আতিয়ার শিকদার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমার সন্তানের লাশ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।”
মায়ের কান্নাজড়িত কণ্ঠে দাবি, “শেষবারের মতো আমি আমার ছেলের মুখ দেখতে চাই এবং তার দাফন দেশে সম্পন্ন করতে চাই।”
এলাকাবাসী ও রাজনৈতিক নেতারা বলেন, রাজিব পরিবারে একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন। জেলা যুবদলের সহ-সম্পাদক ইমরান হুসাইন বলেন, “পরিবারের আর্থিক অবস্থার কারণে সরকারের উচিত দ্রুত মরদেহ ফেরত আনার ব্যবস্থা করা।”
বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, “মৃত্যু দূরে হলে মাতৃভূমি থেকে আরও কষ্টের। আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও আন্তর্জাতিক পর্যায়ে অনুরোধ জানাই, রাজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক।”
সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। সকলের একটাই দাবি: রাজিব শিকদারের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে