গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামীলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বুধবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন তারা। আধা ঘণ্টা অবরোধ শেষে রাস্তা ছেড়ে দেন তারা। এসময় তারা ‘মুজিববাদ মুর্দাবাদ-ইনকিলাব জিন্দাবাদ’, ‘সারা বাংলায় খবর দে-মুজিববাদের কবর দে’, ‘সারাবাংলায় খবর দে-আওয়ামী লীগের কবর দে’ সহ বিভিন্ন শ্লোগান দেয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রব্বানী সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় তারা হামলায় জড়িতদের বিচার, গোপালগঞ্জের ডিসি ও পুলিশ সুপারকে প্রত্যাহার, ক্যাম্পাসে মুজিবের সকল স্মৃতিচিহ্ন নিশ্চিহ্ন করা ও ক্যাম্পাসে জুলাই গণঅভ্যূত্থানের বিরোধীতাকারী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
এসময় শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা দেশ থেকে পালালেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। আমরা যদি একতাবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে না পারি তাহলে সারাদেশের বিভিন্ন প্রান্তেই গোপালগঞ্জের মতো ঘটনা ঘটতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের মতো আমরা ঐক্যবদ্ধ থাকলে অচিরেই বাংলাদেশ থেকে আওয়ামীলীগ নিশ্চিহ্ন হয়ে যাবে।
একুশে সংবাদ/এ.জে