AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গায় থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
০২:৩৬ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ভাঙ্গায় থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের বিরোধিতায় উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী থেকে মিছিল নিয়ে ভাঙ্গা গোলচত্বর এলাকায় প্রবেশ করে। এসময় তারা ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুর চালায়। উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষোভকারীরা ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গোলচত্বরসংলগ্ন মডেল মসজিদে আশ্রয় নেন। বিক্ষোভকারীরা সাংবাদিকদের ভিডিও ও ছবি তোলা থেকেও বিরত রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ হেঁটে, ভ্যান-নসিমন কিংবা মোটরসাইকেলে করে উপজেলা সদরে যোগ দিচ্ছে। এতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

পরিস্থিতি সম্পর্কে ভাঙ্গা থানার ওসি, ভাঙ্গা সার্কেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি। তবে হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!