টানা তিন দিনের আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবির প্রতি সাড়া দিয়েছে সরকার। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় কাকরাইলে আন্দোলনস্থলে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।
তিনি বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে।
এর আগে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদের একটি দল ইউজিসিতে গিয়ে ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার দাবি জানায়। তবে ইউজিসি থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় শিক্ষার্থীরা ঘোষণা দেন ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি। গত ১৪ মে ওই কর্মসূচি পালনকালে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শুক্রবার সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন দেখার বিষয়, এই ঘোষণাগুলো কীভাবে বাস্তবায়ন হয়।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে