AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ



আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ব্যানারে প্রধান ফটকের সামনের কুষ্টিয়াÑখুলনা মহাসড়ক আটকে দেন তারা। এতে মহাসড়কের উভয়দিকে যানযটের সৃষ্টি হয়। এসময় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবি জানিয়ে প্যারোডী গান পরিবেশন করে শিক্ষার্থীরা। পরে বিকেল ৪টায় আওয়ামীলীগকে নিষিদ্ধ সহ অতিদ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে সড়ক ছাড়েন তারা।

এরআগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কে অবস্থান নেন। মিছিলে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আবু সাঈদের বাংলায়, আওয়ামীলীগের ঠাঁই নাই’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’সহ বিভিন্ন শ্লোগান দেয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান ও তানভীর মন্ডল, ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, খেলাফত ছাত্র মজলিস ইবির সভাপতি সাদেক আহমেদ ও ইসলামী ছাত্র আন্দোলনের শাখা সভাপতি ইসমাইল হোসেন রাহাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এসময় সমন্বয় এস এম সুইট বলেন, আন্দোলনের প্রায় এক বছর হলেও এখনও আওয়ামীলীগের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এই সরকার ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসলেও আওয়ামীলীগ নিষিদ্ধের দাবি জানালে সরকার বিভিন্ন প্রক্রিয়ার কথা বলে। কিন্তু তারা এটা ভুলে গেছে যে, কোনো নিয়ম মেনে আওয়ামীলীগের পতন হয়নি। ছাত্র-জনতা তাদের টেনে ক্ষমতা থেকে নামিয়েছে। এখনও দেশের প্রতিটি জায়গায় আওয়ামীলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা ঘুরে বেড়ায়। অতিদ্রুত আওয়ামীলীগের বিচার করতে হবে। আওয়ামীলীগকে নিষিদ্ধ করার পরে ছাত্রজনতা ঘরে ফিরবে।

 

একুশে সংবাদ/ইবি.প্র/এ.জে

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!