যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ক্লাবের ভোটগ্রহণের মাধ্যমে প্রথম বারের মতো নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইইই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আহাদ হোসেন নিবীড় ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ৩য় বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম শান্ত।
শনিবার (৩ মে) প্রধান নির্বাচন কমিশনার ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মজনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ মুশফিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জয়ন্ত বর্মন, কোষাধ্যক্ষ মুরসালিন রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জামিউল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অনিন্দ্য চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ মোশাররফ হোসাইন মাশরাফি ও অন্তর দাস।
উল্লেখ্য, উক্ত কার্যনির্বাহী কমিটি এই বছরের ডিসেম্বর পর্যন্ত ইইই ক্লাবের দায়িত্ব পালন করবে।
একুশে সংবাদ/যবিপ্রবি.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :