AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নামলো স্বস্তির বৃষ্টি!


ইসলামী বিশ্ববিদ্যালয়ে নামলো স্বস্তির বৃষ্টি!

দেশব্যাপী তীব্র দাবদাহের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিলেছে। সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসেও বহুল প্রতিক্ষিত বৃষ্টি নেমেছে৷ দীর্ঘদিন পর স্বস্তির বৃষ্টি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রতিক্ষিত বৃষ্টির দেখা পেয়ে আদিম আনন্দে মেতে উঠেছে সকলেই। বাঁধভাঙা উল্লাসে ভাঁসছে শিক্ষার্থীরা।

সোমবার সকাল থেকেই অন্যান্য দিনের থেকে রোদের তীব্রতা কম ছিল৷ দুপুর থেকে আকাশ ছিল মেঘলা। পরে বিকাল চারটার দিকে বৃষ্টি নামে৷ এসময় বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীদের দল বেঁধে বাইরে বের হয়ে বৃষ্টি বিলাস করতে দেখা যায়। আরেকদল মাঠে ফুটবল খেলতে আরম্ভ করে। এছাড়া অনেকেই আবাসিক হলের ছাদে উঠে বৃষ্টি বিলাস করে। বৃষ্টি নামার সাথে সাথেই বিভিন্ন হলের গানপ্রেমী শিক্ষার্থীরা গানের আসর বসায়। হলের বিভিন্ন কক্ষে বসে চিড়া ভাজা, চানাচুর-মুড়ির আসর।

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী জিসান বলেন, দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে। সাথে বইছে শীতল বাতাস। সেই বাতাসের সাথে এক কোমল অনুভূতি হৃদয় ছুয়ে যাচ্ছে।

অপর শিক্ষার্থী শোভা রাণী বলেন, দীর্ঘদিন পরে স্বস্তির বৃষ্টি পেয়ে সবাই উচ্ছ্বসিত। অনেকেই বাইরে বৃষ্টি বিলাস করছে। বন্ধুবান্ধব একসাথে বৃষ্টিতে ক্যাম্পাসে ঘুরে বিভিন্ন স্থানে সেলফি তুলছি। অনেকদিন পর এমন পরিবেশটা ভিন্নভাবে উপভোগ করার চেষ্টা করছি।

একুশে সংবাদ/এস কে   

Link copied!