AB Bank
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চবিতে আবেদনের নতুন রেকর্ড


Ekushey Sangbad
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চবি
০৫:২০ পিএম, ১৫ এপ্রিল, ২০২৩
চবিতে আবেদনের নতুন রেকর্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এবার  স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৪৪ (৪৩.৫১) শিক্ষার্থী। 

 

তবে আবেদন ফি জমা দেওয়ার তারিখ এখনো একদিন থাকায় মোট অংশগ্রহণকারীর সংখ্যা পরে নিশ্চিত হওয়া যাবে। এর আগে সর্বোচ্চ আবেদন জমা পড়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে। ওই বছর এক লাখ ৯৫ হাজার ৭৯২ শিক্ষার্থী আবেদন করেন।

 

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম এ নিশ্চিত করেন।

 

তিনি বলেন, এবছর মোট ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। ভর্তি ফি জমা দিয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৪৫৯ জন। রোববার রাত ১২টা পর্যন্ত ফি জমা দেওয়ার সময় রয়েছে। এরপর নিশ্চিত হওয়া যাবে আসনপ্রতি কতজন শিক্ষার্থী লড়াই করবেন।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ৪টি ইউনিট ও ২টি উপইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ১৮৯টি। আর বাকি ৭৩৭টি আসন বিভিন্ন কোটায় বরাদ্দ থাকে।

 

ইউনিটগুলোর মধ্যে এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১৫টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, সি ইউনিটে ৬৪০টি, ডি ইউনিটে ৯৫৮টি। উপইউনিটের মধ্যে বি-১  ইউনিটে ১২৫টি ও ডি-১ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

 

চবিতে চলতি বছরে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের শেষ সময় ছিল বুধবার (১২ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পরে শিক্ষার্থীদের জন্য ১৪ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সময় বাড়ানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউট রয়েছে। এতে আসন আছে চার হাজার ৯২৬টি।

 

একুশে সংবাদ.কম/জ.ট.প্র/জা.হা

Link copied!