AB Bank
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবি শাখা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৪:২৫ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪
ইবি শাখা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের লক্ষ্যে এবং ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে পূর্ব ঘোষিত ৬টি নির্দেশনা সহ ২ হাজারের অধিক বৃক্ষরোপণ বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ক্যাম্পাসের ডায়না চত্বরে ১০০টি গাছ রোপণের মাধ্যমে এই কর্মসূচি শুরু করা হয়। 

এসময় সংগঠনটির সহ-সভাপতি মুন্সী কামরুল হাসান অনিক, নাইমুর রহমান জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ যে পরিবেশবান্ধব সিদ্ধান্ত নিয়েছে তন্মধ্যে দশ দিনে পাঁচ লাখ এবং বছরব্যাপী এক কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ৭ দিনে ৫০০ গাছ এবং ৬ মাসে ২ হাজার বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবুজায়ন হোক এবং সারা দেশ সবুজে ভরে উঠুক।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ইবি শাখা ছাত্রলীগের সকল নেতাকর্মীর সহযোগিতায় ২ হাজার গাছ রোপণ করতে পারবে বলে আশাবাদী। সেই সাথে আসন্ন বর্ষা মৌসুমে ৫ হাজার গাছ লাগানোর প্রত্যাশা ব্যক্ত করছি। 

প্রসঙ্গত, সংগঠনটির নির্দেশনায় চলতি এপ্রিল মাসের ২৩–৩০ তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করা, বিশেষজ্ঞদের পরামর্শে উপযুক্ত স্থানে নিয়মমাফিক বৃক্ষরোপণ, নিয়মিত গাছে পানি দেওয়া, রোপনকৃত বৃক্ষের পরিচর্যা করা, নেতাকর্মীদের ব্যক্তি উদ্যোগে বৃক্ষরোপণ করে তার নাম পরিচয় প্রকাশ পূর্বক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি, ভিডিও প্রচার করা এবং সর্বাধিক বৃক্ষরোপণকারীকে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে পুরষ্কৃত করা হবে বলা জানা যায়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!