AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে দুজন গ্রেপ্তার


উজিরপুরে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে দুজন গ্রেপ্তার

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম শিকারপুর গ্রামে এই প্রথম ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনে দুজনকে গ্রেপ্তার করেছেন উজিরপুর মডেল থানা পুলিশ। 
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ।

তিনি (ওসি) জানান, উপজেলার বামরাইল ইউনিয়নে পূর্ব ধামসর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম মোল্লার পুত্র মোঃ রিয়াজুল ইসলাম মোল্লা ৯ এপ্রিল বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার ২০২৩ আইনে,  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে ১৫ জন কে আসামী করে মামলা দায়ের করেন। আদালত মামলাটি উজিরপুর মডেল থানা কে এফ আই আর করার নির্দেশ দেন, তার প্রেক্ষিতে উজিরপুর মডেল থানা মামলাটি এফ আই আর করেন যার নাম্বার ২৭-২০/৪/২৪।

পুলিশ আরো জানায়, ৭ মে সকালে  শিকারপুর গ্রামে বিরোধীও সম্পত্তিতে মৃত মতিউর রহমান হাওলাদারের পুত্র, মোঃ সালেক হাওলাদার (৫২) ও  মোঃ বাবুল হাওলাদার (৫০) জোরপূর্বক পাকা ভবন নির্মাণ করতে গেলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে আসামিরা ঘর উত্তোলন করলে এএসআই ইব্রাহিমের নেতৃত্বে আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ হয়।

একুশে সংবাদ/ এসএডি
 

Link copied!