AB Bank
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বশেমুরবিপ্রবি ও আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর


Ekushey Sangbad
মোঃ সায়েম উদ্দিন মুসা, বশেমুরবিপ্রবি
০৫:১১ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
বশেমুরবিপ্রবি ও আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

ফিলিপাইনভিত্তিক আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের (ইরি) সঙ্গে একাডেমিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি সম্পন্ন হয়।

 

বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব এবং ইরির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

 

চুক্তির আওতায় বিভিন্ন ক্ষেত্রে বশেমুরবিপ্রবি ও ইরি একযোগে কাজ করবে। যেমন- গবেষণা, শিক্ষক-শিক্ষর্থীদের গবেষণায় সহায়তা দেওয়া, জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালা আয়োজন, নবীন কৃষি গবেষক ও কৃষি উদ্যোক্তা উন্নয়ন ইত্যাদি।

 

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন।

 

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইরির বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারী, ইরির বিজ্ঞানী ড. স্বাতী নায়েক, অত্র বিশ্ববিদ্যালয়ের মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, শিক্ষক সভাপতি ড. সালেহ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: বদরুল ইসলাম, কৃষি বিভাগের সভাপতি ড. নাজমুল হক শাহীন, সহকারী অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ গোলাম ফেরদৌস।

 

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইরির কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ.কম/সা.উ.প্র/জাহাঙ্গীর

Link copied!