AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবি শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে বহিরাগতরা!


ইবি শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে বহিরাগতরা!

তুচ্ছ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে।

 

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল পকেট গেট সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। এদিকে গভীর রাতে ওই শিক্ষার্থীর মেসে গিয়েও হুমকি দিয়েছেন তারা। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী শিক্ষার্থী।

 

ভুক্তভোগী উৎস মন্ডল বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠের এক পাশে নিয়মিত ফুটবল খেলে শিক্ষার্থীরা। শুক্রবার বিকালে যথারীতি তারা ফুটবল খেলতে যায়। এসময় বহিরাগত ১০ থেকে ১২ জন মাঠের একই স্থানে ক্রিকেট খেলতে থাকে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের অন্য জায়গায় খেলার জন্য অনুরোধ করে। এসময় শিক্ষার্থীদের সাথে বহিরাগত কয়েকজনের বাকবিতন্ডা হয়। পরে সন্ধ্যায় এ ঘটনার জের ধরে উৎসকে বেধড়ক পেটায় বহিরাগত ১০/১২ জন। ভুক্তভোগীর শরীরের তিন জায়গায় মারধরের ক্ষত দেখা গেছে। এমনকি রাত এক টায় বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী ভাই ভাই মেসে গিয়ে ওই শিক্ষার্থীকে হুমকি দিয়েছে তারা।

 

তাদের নেতৃত্ব দিয়েছে বহিরাগত ইমন। যার বিরুদ্ধে অতীতেও অনেক শিক্ষার্থীর সাথে খারাপ ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী নিরাপত্তা হীনতায় ভুগছে। ঘটনাটি জানাজানির পর শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও নিয়মিত ক্রিকেট ও ফুটবল মাঠে বহিরাগতরা ঝামেলা করে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

 

এ ঘটনার বিচার চেয়ে বিবৃতি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশন। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেছে সংগঠনটি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। আমরা তদন্তের মাধ্যমে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।’

 

একুশে সংবাদ/আ.হো.প্রতি/পলাশ

Link copied!