AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানালো আইডিএবি


Ekushey Sangbad
ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা
১১:২৩ এএম, ১৯ অক্টোবর, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানালো আইডিএবি

২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আন্দোলন গড়িয়েছে এক সপ্তাহে। চলমান এ আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছে বিমা কর্মী ও গ্রাহকদের স্বার্থসংশ্লিষ্ট সংগঠন ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইডিএবি)।

রোববার (১৯ অক্টোবর) সকালে পাবনার ভাঙ্গুড়া পৌর শহরের এস পাড়ার নিজ বাসায় একুশে সংবাদ ডটকম–কে দেওয়া এক সাক্ষাৎকারে আইডিএবি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. জি. এম. সজল শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সরকারের প্রতি তা দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “সম্মানিত শিক্ষকরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছেন, জাতির মেরুদণ্ডকে শক্ত করছেন। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শিক্ষকদের সঙ্গে আছে। তাঁদের যৌক্তিক দাবিগুলো দ্রুততম সময়ে মেনে নেওয়া উচিত।”

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাঁদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবি জানাচ্ছেন।

গত ১২ অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আন্দোলন করে আসছেন শিক্ষক-কর্মচারীরা। সেদিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হলেও দুপুরে পুলিশের অনুরোধে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যান।

বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আজ রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় শিক্ষা ভবন অভিমুখে “ভুখা মিছিল” করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!