AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:০৪ এএম, ৬ ডিসেম্বর, ২০২৫

‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প

বছরজুড়ে নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত নোবেল পাওয়া হয়নি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে বিশ্বজুড়ে সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে এবার তিনি পেয়েছেন প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’।

মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস জানায়, স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পের হাতে পুরস্কারটি তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

ইনফান্তিনো জানান, ফুটবল যেমন বিশ্বকে একত্রিত করে, তেমনি বিভিন্ন অঞ্চলে উত্তেজনা প্রশমনে ট্রাম্পের ভূমিকা বিবেচনায় তাকে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় একটি স্বর্ণের ট্রফি, একটি স্বর্ণপদক ও একটি সনদপত্র।

ট্রাম্প পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় বলেন, “বিশ্ব এখন আগের চেয়ে অনেক নিরাপদ। এটি আমার জীবনের অন্যতম বড় সম্মান। আমরা বহু মানুষের জীবন রক্ষা করেছি— কঙ্গোর পরিস্থিতি কিংবা ভারত–পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ থামানোর ঘটনাই তার প্রমাণ।” পাশাপাশি তিনি ইনফান্তিনোর কাজ ও বিশ্বকাপ–সম্পর্কিত অগ্রগতির প্রশংসা করেন।

ফিফার এক বিবৃতিতে জানানো হয়, গত নভেম্বরে এই নতুন পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। মূলত বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় ব্যতিক্রমী অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ।

২০২৬ ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে, যেখানে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেবে।

সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগেও ইনফান্তিনো প্রকাশ্যে ট্রাম্পের প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন— ট্রাম্প এমন পুরস্কারের দাবিদার।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!