AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ রাতে ওয়াশিংটনে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ড্র


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৫৩ এএম, ৫ ডিসেম্বর, ২০২৫

আজ রাতে ওয়াশিংটনে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ড্র

আগামী বছরের জুনে আমেরিকায় শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। তার আগে আজ (৫ ডিসেম্বর) রাতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র—যেখানে জানা যাবে কোন দল কোন গ্রুপে খেলবে এবং কোন দলের বিশ্বকাপ অভিযান কেমন হতে পারে।

ড্র অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে, যেখানে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং উপস্থিত থাকবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১১টায়। ড্র-এর পরদিন, ৬ ডিসেম্বর সব ম্যাচের সূচি প্রকাশ করা হবে। অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ফিফার অফিশিয়াল ওয়েবসাইট এবং ফিফার ইউটিউব চ্যানেল থেকে।

৪৮ দলের বিশ্বকাপ এবং অংশগ্রহণকারী দেশসমূহ

২০২৬ বিশ্বকাপে মোট ৪৮ দল অংশগ্রহণ করবে, ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলে। এর মধ্যে ৪২ দলের জায়গা নিশ্চিত হয়েছে, বাকি ৬টি দল চূড়ান্ত হবে আগামী মার্চে ইউরোপিয়ান প্লে অফ ও আন্তঃমহাদেশীয় প্লে অফ-এর মাধ্যমে।

যৌথ আয়োজক: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র

মহাদেশভিত্তিক অংশগ্রহণকারী দেশসমূহ:

এএফসি (এশিয়া): অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান

সিএএফ (আফ্রিকা): আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া

কনক্যাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা): কুরাসাও, হাইতি, পানামা

কনমেবল (দক্ষিণ আমেরিকা): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে

ওএফসি (ওশেনিয়া): নিউজিল্যান্ড

উয়েফা (ইউরোপ): অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড

বাকি ৬টি স্থানের জন্য লড়াই চলবে ইউরোপিয়ান প্লে-অফ এবং ফিফা প্লে-অফে।

ড্র-এর পট ও প্রক্রিয়া

ড্র-এর জন্য ৪টি পট তৈরি করা হয়েছে:

পট ১: আয়োজক দেশ কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্রসহ শীর্ষ র‌্যাংকিংধারী দলগুলো (স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি)
পট ২: ক্রোয়েশিয়া, মরকো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া
পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা
পট ৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে-অফ বিজয়ী দল এবং ফিফা প্লে-অফ টুর্নামেন্ট বিজয়ীরা

ড্র প্রক্রিয়া অনুসারে, প্রথমে পট ১ থেকে দলগুলো গ্রুপের শীর্ষে বসানো হবে। পরে পট ২, ৩ ও ৪ থেকে দলগুলো দৈবচয়নের মাধ্যমে বাকি গ্রুপে স্থাপন করা হবে। একই মহাদেশের দুটি দল একই গ্রুপে রাখা যাবে না, উইয়েফা ছাড়া।

ড্র অনুষ্ঠানে কেবল দলবিন্যাসই নয়, থাকছে জমকালো বিনোদন।

সঞ্চালক: সুপারমডেল হাইডি ক্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট

বিশেষ অতিথি: অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ

লাইভ পারফরম্যান্স: ধ্রুপদী কণ্ঠশিল্পী আন্দ্রে বোসেল্লি, ইংরেজ গায়ক রবি উইলিয়ামস, আমেরিকান গায়িকা নিকোল শেরজিঙ্গার

ড্র শেষে পপ ব্যান্ড ভিলেজ পিপল পরিবেশন করবেন ওয়াই.এম.সি.এ গান

হাইডি ক্লুম বলেন, “২০০৬ সালের জার্মানির বিশ্বকাপ ড্রয়ের পর ২০ বছর পর আবার এই মঞ্চে ফিরে আসা খুবই রোমাঞ্চকর। ৪৮ দলকে নিয়ে বিশ্বকাপের এমন জাদুকরী মুহূর্তের অংশ হতে পারা অনেক সম্মানের।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!