যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। ৪৮ দল নিয়ে হতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ সামনে রেখে শুক্রবার রাতে (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে এই ড্র অনুষ্ঠিত হয়।
ড্র প্রকাশের সঙ্গে সঙ্গেই ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে কোন দল কোন গ্রুপে পড়ল—তার পুরো তালিকা। নিচে সম্পূর্ণ গ্রুপ বিন্যাস তুলে ধরা হলো:
গ্রুপ A:
মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউরোপিয়ান প্লে-অফ D
(ডেনমার্ক/চেক প্রজাতন্ত্র/আয়ারল্যান্ড/উত্তর মেসিডোনিয়া)
গ্রুপ B:
কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউরোপিয়ান প্লে-অফ A
(ইতালি/ওয়েলস/বসনিয়া–হার্জেগোভিনা/নর্দার্ন আয়ারল্যান্ড)
গ্রুপ C:
ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ D:
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউরোপিয়ান প্লে-অফ C
(তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো/রোমানিয়া)
গ্রুপ E:
জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ F:
নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, ইউরোপিয়ান প্লে-অফ B
(ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন)
গ্রুপ G:
বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
গ্রুপ H:
স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ I:
ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১
(ইরাক/বলিভিয়া/সুরিনাম)
গ্রুপ J:
আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ K:
পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২
(ডিআর কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া)
গ্রুপ L:
ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

