এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালে অবিশ্বাস্য রোমাঞ্চ দেখাল বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলের বিপক্ষে একের পর এক ভুলে পরিপূর্ণ নাটকীয় ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সেখানে রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলে দুই উইকেট হারায় ভারত। ফলে বাংলাদেশের সামনে দাঁড়ায় মাত্র ১ রানের সহজ লক্ষ্য। সেই লক্ষ্যও জটিল করে তুললেও শেষ পর্যন্ত একটি ওয়াইড বলেই জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কাটে আকবর আলীর দল।
সুপার ওভারের আগের মূল লড়াইও ছিল টানটান উত্তেজনায় ভরপুর। বাংলাদেশের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দুই ওভারে ভারতের প্রয়োজন ছিল ২১ রান, হাতে ছিল ৫ উইকেট। ঠিক সেই সময় বল হাতে নিয়ে মাত্র ৫ রান দিয়ে ১ উইকেট নেন রিপন মণ্ডল, যা ম্যাচের গতিপথ পাল্টে দেয়।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ ‘এ’। ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম ৪.২ ওভারে ৪৩ রানের জুটি গড়ে দলের ভিত্তি গড়ে দেন। ১৪ বলে ২৬ রান করা জিসান ফেরার পর দ্রুতই কয়েকটি উইকেট হারায় দল। তবে একপ্রান্ত ধরে রেখে খেলতে থাকেন সোহান। ৪৬ বলে ৬৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলে বিদায় নেন তিনি।
মধ্য ওভারে সোহানকে সঙ্গ দিতে পারেননি জাওয়াদ আবরার, আকবর আলী বা আবু হায়দার রনিরা। তবে ইনিংসের শেষদিকে ঝড় তোলেন মেহেরব ও ইয়াসির রাব্বি। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৯৪ রানের লড়াকু স্কোর দাঁড় করায় বাংলাদেশ ‘এ’ দল।
অবশেষে রোমাঞ্চে মোড়ানো ম্যাচে সুপার ওভারের বিচারে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে জায়গা করে নিলো বাংলাদেশ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

