সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা আংশিক) আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও কয়েকটি ছবি নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।
ভিডিওতে দেখা যায়—সম্ভাব্য দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলছেন একই আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী রাহিদ মান্নান লেনিন। এ দৃশ্যকে কেন্দ্র করে অনেকে ধারণা করেন, লেনিন তাঁর রিভিউ আবেদন প্রত্যাহার করে ভিপি আয়নুলের পক্ষে অবস্থান নিয়েছেন।
বিষয়টি জানতে চাইলে এক বিশেষ সাক্ষাৎকারে রাহিদ মান্নান লেনিন স্পষ্টভাবে বলেন, “আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করিনি। রিভিউ আবেদনও প্রত্যাহার করিনি। বিএনপি করার কারণে ভিপি আয়নুল হকের সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে—এটি আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। দলের সব নেতাকর্মীর প্রতি আমি শ্রদ্ধাশীল।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ভিপি আয়নুল হককে সমর্থন দেওয়ার’ দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি আরও বলেন, দলের কেন্দ্রীয় আহ্বানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠান শেষে রায়গঞ্জের ভুইয়াগাঁতি বাসস্ট্যান্ড এলাকায় ভিপি আয়নুল হকের সঙ্গে তাঁর হঠাৎ সৌজন্য সাক্ষাৎ হয়। আলাপের সেই স্বাভাবিক মুহূর্তকে কেউ ভিডিও ও ছবিতে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ভুল ব্যাখ্যা তৈরি হয়।
লেনিন বলেন, “সাক্ষাৎটি ছিল সম্পূর্ণ সৌজন্যবশত। কিন্তু ওই ভিডিও ও ছবি ব্যবহার করে একটি মহল গুজব ছড়াচ্ছে যে আমি নাকি প্রার্থীতা বা রিভিউ আবেদন প্রত্যাহার করেছি। বিষয়টি সম্পূর্ণ অসত্য। আমি বা আমার সমর্থকরা এমন কোনো ঘোষণা দিইনি।”
তিনি স্পষ্ট করে জানান, তিনি এখনো দলের মনোনয়নপ্রত্যাশী প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় আছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী রিভিউ আবেদন করেছেন। ভবিষ্যতে দল যে সিদ্ধান্ত নেবে, তিনি তা মেনে চলবেন এবং বাস্তবায়নে কাজ করবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

