বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শেরপুরে বিশাল দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর ঈদগাহ মাঠে সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হযরত আলীর সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, “গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য আমরা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করছি।” একই সঙ্গে তাঁরা তাঁর নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিও জানান।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শহরের প্রবীণ আলেমরা। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

