প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। শুধু সিরিজ জয়ের জন্যই নয়, চট্টগ্রামে এই ম্যাচটি আরও একটি কারণে ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজে ফিরেছে বাংলাদেশ।
আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মাঝে বিপিএলের আসর থাকলেও, জাতীয় দলের জার্সিতে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ফলে বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে নিজেদের ব্যাটিং ও বোলিং কম্বিনেশন চূড়ান্তভাবে পরখ করে নেওয়ার সুযোগ পাচ্ছে লিটন দাসের দল।
অন্যদিকে ম্যাচটি আইরিশদের জন্যও সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মাটিতে তাদের হারানো আয়ারল্যান্ডের জন্য কেবল সম্মানের বিষয়ই নয়, বরং বিশ্বকাপের আগে বড় এক আত্মবিশ্বাসের টনিকও। আসন্ন বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে, যার কন্ডিশন বাংলাদেশের মতোই। তাই এই সিরিজ জয় আইরিশদের বিশ্বকাপ প্রস্তুতিতে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।
আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনাও প্রবল। স্কোয়াডে থাকলেও সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি মাহিদুল ইসলাম অঙ্কন। বিশ্বকাপের আগে তাকে পরীক্ষা করার আজই সম্ভবত শেষ সুযোগ। এছাড়া অধিনায়ক লিটন দাসের চাওয়ায় দলে ফেরানো শামীম পাটোয়ারীকেও বিবেচনায় রাখছে টিম ম্যানেজমেন্ট। তবে নতুনদের জায়গা দিতে গিয়ে কাকে একাদশে রাখা হবে, তা নিয়ে বেশ সতর্কভাবেই সিদ্ধান্ত নিতে হবে ম্যানেজমেন্টকে।
সিরিজ জয়ের আকাঙ্ক্ষা আর বিশ্বকাপের প্রস্তুতির মিশেলে দুই দলই আজ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে। এখন অপেক্ষা কেবল চট্টগ্রামের বাইশ গজে লড়াইয়ের চূড়ান্ত ফলাফলের।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

