AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল সেনসেশন হামজা চৌধুরী


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৩১ পিএম, ১১ নভেম্বর, ২০২৫

রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল সেনসেশন হামজা চৌধুরী

বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং ইংল্যান্ডের লেস্টার সিটি ফুটবল ক্লাবের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী এখন রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

আজ (১১ নভেম্বর, মঙ্গলবার) রাজধানীতে রবি’র করপোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা, হামজা চৌধুরী, রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, এবং চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম।

হামজা চৌধুরী ইংল্যান্ডের লেস্টার সিটি একাডেমি থেকে উঠে আসা প্রতিভাবান মিডফিল্ডার। ২০১৭ সালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে তার অভিষেক হয়। তিনি লেস্টার সিটির এফএ কাপজয়ী দলেরও সদস্য ছিলেন। ২০২৪–২৫ মৌসুমে তিনি ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেছেন।

হামজা চৌধুরীই প্রথম ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। চলতি বছরের মার্চে জাতীয় দলে তার অভিষেক হয়। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স দল ও দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

১৯৯৭ সালে যুক্তরাজ্যের লেস্টারশায়ার কাউন্টিতে জন্ম নেওয়া হামজার পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়।

সংবাদ সম্মেলনে রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা বলেন, “রবি পরিবারের পক্ষ থেকে হামজা চৌধুরীকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের হয়ে খেলার মাধ্যমে তিনি নিজের শিকড়ে ফিরে এসে দৃঢ় দেশপ্রেমিক চেতনার প্রকাশ ঘটিয়েছেন। রবি’র ‘বিলিভ ইউ ক্যান’ ক্যাম্পেইনের মূল বার্তাও তাই— আত্মবিশ্বাস, দৃঢ়তা ও দেশপ্রেম। হামজা চৌধুরী আন্তর্জাতিক মর্যাদা ও বাংলাদেশি শিকড়ের সম্মিলনে তরুণদের জন্য নতুন এক অনুপ্রেরণার প্রতীক।”

নিজ অনুভূতি প্রকাশ করতে গিয়ে হামজা চৌধুরী বলেন,“রবি আজিয়াটা পিএলসির সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। রবি শুধু একটি ব্র্যান্ড নয়, এটি বাংলাদেশের তরুণদের আত্মবিশ্বাস ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক। আমি বিশ্বাস করি, ‘পারবে তুমিও’ এই ভাবনাটি আমার জীবনের যাত্রাকেও প্রতিফলিত করে— যেখানে পরিশ্রম, অধ্যবসায় এবং শিকড়ের প্রতি ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়েছে। বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত, আর রবির সঙ্গে এই অংশীদারিত্ব সেই যাত্রাকে আরও অর্থবহ করেছে।”

রবি আজিয়াটা পিএলসি (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি। এতে এশিয়ার শীর্ষ টেলিযোগাযোগ কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদ (মালয়েশিয়া)-এর সিংহভাগ মালিকানা রয়েছে (৬১.৮২%)। এছাড়া বিশ্বখ্যাত টেলিকম প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল (ভারত)-এর মালিকানা ২৮.১৮% এবং বাকি ১০% শেয়ার পাবলিক শেয়ারহোল্ডারদের।

রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর, যা দেশজুড়ে উদ্ভাবনী ডিজিটাল সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি প্রান্তে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলে ডিজিটাল বাংলাদেশ গঠনে রবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!