২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ২০ দলের এই টুর্নামেন্ট সামনে রেখে গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘোষিত সূচিতে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে বিবেচিত সি গ্রুপে পড়েছে বাংলাদেশ। লিটন দাসদের প্রতিপক্ষ—ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে।
পরের দুই ম্যাচও কলকাতায়।
৯ ফেব্রুয়ারি, সকাল ১১টা: ইতালির বিপক্ষে
১৪ ফেব্রুয়ারি, দুপুর ৩টা: ইংল্যান্ডের বিপক্ষে
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি। নেপালের বিপক্ষে মুম্বাইয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে নামবে টাইগাররা। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল উঠবে সুপার এইটে। গত বিশ্বকাপেও সুপার এইট নিশ্চিত করেছিল বাংলাদেশ।

এ গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। সঙ্গী যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। উদ্বোধনী দিনেই মাঠে নামবে দুই দল—পাকিস্তান বনাম নেদারল্যান্ডস, ভারত বনাম যুক্তরাষ্ট্র ।
১৫ ফেব্রুয়ারি কলম্বোতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
সহ-আয়োজক শ্রীলঙ্কা রয়েছে বি গ্রুপে, যেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান—একটি গ্রুপেই চার টেস্ট খেলুড়ে দেশ।
ডি গ্রুপে বর্তমান রানার্সআপ দক্ষিণ আফ্রিকার সঙ্গে আছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার এইটে যাবে। এরপর দুই গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে দলগুলো। সেরা চার দল উঠবে সেমিফাইনালে।
প্রথম সেমিফাইনাল: কলকাতা
দ্বিতীয় সেমিফাইনাল: কলম্বো
পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তাহলে ৮ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে কলম্বোতে; নয়তো ভেন্যু হবে ভারতের আহমেদাবাদ। বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকছেন রোহিত শর্মা।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

