শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবার চর বাজারে ফাইনাল ক্রিকেট ম্যাচ চলাকালে টিনসেট ভবনের চাল ভেঙে পড়ে রুপক নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাজারের কামারের চর উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডুবার চর ক্রিকেট ফাইনাল ম্যাচ দেখতে অনেকেই টিনসেট বিল্ডিংয়ের চালে উঠেছিলেন। অতিরিক্ত ভর ও ভিড়ের কারণে হঠাৎ করে টিনসেটের চাল ভেঙে নিচে পড়ে যায়। এতে নিচে থাকা রুপকসহ পাঁচজন আহত হন। গুরুতর আহত অবস্থায় রুপককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রুপক জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বাসিন্দা এবং নেকজাহান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
এই দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

