আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর সমর্থনে বোয়ালখালীর ৬ নম্বর পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রবীণ বিএনপি নেতা সুলতান মোহাম্মদ টনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন। প্রধান বক্তা ছিলেন পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ জাকের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, উপজেলা বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আকতার শেফু, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ মোসলেম মিয়া, দক্ষিণ জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক সৈয়দ দিদারুল আলম লিটন, ওসমান, আবদুল হালিম, আলম, নুরুল কবির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইকবাল।
বক্তারা বলেন, “বিএনপির প্রতীক ধানের শীষ গণমানুষের প্রতীক। যেখানে ধানের শীষের প্রচারণা চলছে, সেখানেই জনজোয়ার সৃষ্টি হচ্ছে।” তারা আগামীর জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে ধানের শীষে ভোট দিয়ে বোয়ালখালীর উন্নয়ন এগিয়ে নিতে এলাকাবাসীর প্রতি জোর আহ্বান জানান।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

