পণ্যের মোড়কে উৎপাদন তারিখ না থাকা এবং অন্য কোম্পানির নকল মোড়ক তৈরিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জীবননগরের ‘মুজাহিদ ফুড প্রোডাক্টস’ নামের এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রোববার বিকেলে জীবননগর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে জীবননগর উপজেলার ইসলামপুর গ্রামে মুজাহিদ ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ না থাকা, অন্য কোম্পানির অনুরূপ নকল মোড়ক তৈরি করা ও বিভিন্ন অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মোজাফফর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

