বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অ্যাসোসিয়েশন অব বাকৃবির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম সংলগ্ন মাঠে ওই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেমিয়ানস অ্যাসোসিয়েশন অব বাকৃবির উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশীদ। আরো উপস্থিত ছিলেন রেমিয়ানস অ্যাসোসিয়েশন অব বাকৃবির সভাপতি আহসানুল একরাম মুর্তজা, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম সাকিবসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।
ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে জুনিয়ররা বিজয় ছিনিয়ে নেয়। ম্যাচে অসাধারণ নৈপুণ্যের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী নাইম হাসান।
প্রধান অতিথি অধ্যাপক ড. হারুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন, "রেমিয়ানসরা সবসময়ই একাডেমিক ও সামাজিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রেখে এসেছে। মাঠের খেলায় যেমন নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা গড়ে ওঠে, জীবনের বাস্তব ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ। আজকের আয়োজন তরুণ প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আমি আশাবাদী।”
রেমিয়ানস এসোসিয়েশন অব বাকৃবির সভাপতি আহসানুল একরাম মুর্তজা বলেন, “আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ একটি পরিবার। এই বন্ধন আরও দৃঢ় করতে আমরা এ প্রীতি ম্যাচের আয়োজন করেছি। সামনে শীতকালীন বস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। সকলের সহযোগিতা পেলে আমাদের এই যাত্রা আরও সুন্দর ও অর্থবহ হবে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

