কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাট্টা গাবতলী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে বিল্লাল মিয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন লেলিহান শিখায় পরিণত হয়ে পাশের শরিফুল, মঞ্জু মিয়া ও হাবিবুর রহমানের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, শস্য ও গবাদিপশু দগ্ধ হয়।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টা প্রচেষ্টার পর রাত ১১টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরে থাকা ৮টি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি; পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আমাদের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সময়মতো পদক্ষেপ নেওয়ায় আরও প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।”
ফায়ার সার্ভিস কর্মকর্তারা আরও জানান, ঘরগুলো ছিল টিনশেড ও কাঠের তৈরি এবং বৈদ্যুতিক তারের সংযোগ ছিল ঝুঁকিপূর্ণ। ফলে সামান্য শর্ট সার্কিট থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনের লেলিহান শিখায় তারা কিছুই বের করতে পারেননি। চোখের সামনে ঘরবাড়ি, আসবাবপত্র, এমনকি গবাদিপশু—সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
একুশে সংবাদ/এ.জে