AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হংকংয়ের উদ্দেশে দেশ ছাড়লেন হামজা-জামালরা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:০৬ পিএম, ১০ অক্টোবর, ২০২৫

হংকংয়ের উদ্দেশে দেশ ছাড়লেন হামজা-জামালরা

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে হংকংয়ের কাছে পরাজয়ের একদিন পরই ফিরতি লেগের ম্যাচ খেলতে হংকংয়ের পথে পা বাড়িয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ে লাল-সবুজ প্রতিনিধিরা।

এই সফরে ৩৪ সদস্যের কন্টিনজেন্ট হংকং যাচ্ছেন, যেখানে গতকালের ম্যাচে অংশ নেওয়া ২৩ জন ফুটবলারই রয়েছেন। ব্যাংককে সংক্ষিপ্ত বিরতির পর দলটি স্থানীয় সময় রাত ১০টার দিকে হংকং পৌঁছাবে এবং শনিবার থেকে অনুশীলন শুরু করবে।

May be an image of one or more people, beard, people playing American football, people playing football and text

ইংল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্রের নাগরিকত্বধারী খেলোয়াড় হামজা, শমিত ও জায়ান আহমেদের জন্য ভিসার প্রয়োজন হয়নি। তবে শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী ফাহমিদুলের ভিসা প্রক্রিয়ায় খানিকটা বিলম্ব হয়—ফ্লাইট ছাড়ার দেড় ঘণ্টা আগে তিনি পাসপোর্ট হাতে পান।

দেশ ছাড়ার আগে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, “গতকালের পরাজয়ে সবাই হতাশ। রাতে কেউ ভালো ঘুমাতে পারেনি। তবে এখন আমাদের মনোযোগ পরের ম্যাচে।”

May be an image of one or more people, people playing American football, people playing football and text

গত ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা জামাল, শমিত, জায়ান ও ফাহমিদুল মাঠে নামার পর খেলার মোড় ঘুরিয়ে দেন। তিন গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ ম্যাচে দুই গোল শোধ করে সমতায় ফেরে।

জামাল ভূঁইয়া আরও বলেন, “আমরা চারজন মিলে খেলার ছন্দ পাল্টে দিয়েছিলাম। অ্যাওয়ে ম্যাচে শুরু থেকেই একসঙ্গে খেলতে চাই।”

এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট, যা নিয়ে ‘সি’ গ্রুপে চতুর্থ স্থানে অবস্থান করছে দলটি। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হংকং।
আগামী ১৪ অক্টোবর ফিরতি ম্যাচে আবার মুখোমুখি হবে দুই দল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!