বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানি ব্যাটাররা লক্ষ্য করা দূর্যোগে পড়েছে। নাহিদা ও রাবেয়ার স্পিনে পাকিস্তান দলো মাত্র ১২৯ রান করতে পেরেছে।
বাংলাদেশি ব্যাটাররা ততক্ষণে নিজেদের ব্যাটিং দক্ষতায় প্রতিক্রিয়া দেখায়। বিশেষ করে ওপেনার রুবাইয়া হায়দারের ঝিলিকপূর্ণ ফিফটি ম্যাচের চাকা ঘুরিয়ে দেয়। মাত্র ১১৩ বল খেলে রুবাইয়ার ব্যাটিংয়ে বাংলাদেশ ৭ উইকেটের ব্যবধানে জয় নিশ্চিত করে।
কলম্বোতে টস জিতে পাকিস্তান আগে ব্যাট করলে ৩৮ ওভার ৩ বল শেষে ১২৯ রানে অলআউট হয়। দলের সর্বোচ্চ রান আসে রামিন শামিমের ব্যাট থেকে—২৩ রান। জবাবে বাংলাদেশ মাত্র ৩১ ওভার এক বলেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
একুশে সংবাদ/এ.জে