শুরুতে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে বিপাকে পড়ে আফগানিস্তান। তবে শেষ দিকে মোহাম্মদ নবির ঝোড়ো ব্যাটিংয়ে সম্মানজনক সংগ্রহ পায় দলটি।
শারজাহতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান তোলে আফগানিস্তান। দলের সর্বোচ্চ ৪০ রান আসে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে শুরুতে আঘাত হানেন নাসুম আহমেদ। তার বলে ইব্রাহিম জাদরান বোল্ড হয়ে ফেরেন ১০ বলে ১৫ রান করে। ওপেনার সাদিকুল্লাহ অটলও সুবিধা করতে পারেননি, ১২ বলে করেন মাত্র ১০ রান।
এরপর দারউইস রাসুলি ও মোহাম্মদ ইশাক দ্রুত সাজঘরে ফেরেন। দু’জনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ৪০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। সেখান থেকে ইনিংস সামাল দেন গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই।
গুরবাজের ১৮ বলে ১৮ রানের ইনিংস ভাঙে জুটি। তবে তিনি পরে ব্যক্তিগত ৪০ রানে ফিরেন। শেষদিকে তাসকিন আহমেদের এক ওভারেই তিন ছক্কা হাঁকান নবী। ২৫ বলে খেলেন ৩৮ রানের ইনিংস। এছাড়া শরাফুদ্দিন আশরাফ ১২ বলে অপরাজিত ১৭ রান যোগ করেন।
বাংলাদেশের সামনে এখন ১৫২ রানের লক্ষ্য।
একুশে সংবাদ/এ.জে