AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাতে আফগানদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:২৫ পিএম, ২ অক্টোবর, ২০২৫

রাতে আফগানদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

এশিয়া কাপে ফাইনালের স্বপ্নভঙ্গ হলেও এখনও দেশে ফেরেনি বাংলাদেশ দল। কেননা সামনে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টায় অনুষ্ঠিত হবে।

বুধবার (১ অক্টোবর) সিরিজ শুরুর আগে ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এশিয়া কাপে লিটন দাসের অনুপস্থিতিতে সুপার ফোরের শেষ দুটি ম্যাচে অধিনায়কত্ব করেন জাকের আলি। ক্যারিয়ারে প্রথমবার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কিপিং ও ব্যাটিং—তিন দায়িত্বই সামলাতে হয় তাকে। সংবাদ সম্মেলনে তিনি জানান, “এশিয়া কাপে খেলার পাশাপাশি আফগানিস্তান সিরিজের প্রস্তুতিও আমরা নিয়েছিলাম। কয়েকটি ভালো ম্যাচ খেলেছি, যদিও ফলাফল আমাদের পক্ষে যায়নি। এখন সব মনোযোগ এই সিরিজে।”

লিটনের না থাকা যে বড় ধাক্কা ছিল, সেটি অকপটেই স্বীকার করেন জাকের। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তার মতে, দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যাটিং বিভাগকে শক্ত করা। “এশিয়া কাপে ব্যাটিং আমাদের বড় সমস্যা ছিল, এবার লক্ষ্য থাকবে ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করা,” যোগ করেন তিনি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!