AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী

ভাঙ্গায় সহিংসতা: সরকারি অফিস ভাঙচুরের ঘটনায় দোষীদের খুঁজে বের করা হবে


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
০৮:৪১ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ভাঙ্গায় সহিংসতা: সরকারি অফিস ভাঙচুরের ঘটনায় দোষীদের খুঁজে বের করা হবে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ বিভিন্ন সরকারি অফিসে ভাঙচুর, অগ্নিকাণ্ড ও লুটতরাজের ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, “১৫ সেপ্টেম্বর যে ইস্যুকে কেন্দ্র করে সরকারি বিভিন্ন অফিসে সহিংসতা ঘটানো হয়েছে, সেই ইস্যুর সঙ্গে স্থানীয় সরকারি অফিসগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই। 

এটি সম্পূর্ণ একটি জাতীয় ইস্যু, নির্বাচনসংক্রান্ত বিষয়। সেখানে আমাদের কোনো বিষয় জড়িত নয়। কিন্তু যেভাবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ সরকারি দপ্তরে আক্রমণ করা হয়েছে, তা মোটেও স্বাভাবিক নয়। আমরা বিষয়টিকে স্বাভাবিক মনে করছি না। প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলার ক্ষতিগ্রস্ত থানা, উপজেলা পরিষদ ও বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিভাগীয় কমিশনার আরও বলেন, “আমাদের সামনে দুটি বড় চ্যালেঞ্জ—একটি শারদীয় দুর্গাপূজা এবং অন্যটি জাতীয় নির্বাচন। দুর্গাপূজায় যেন কোনো সহিংস ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আর নির্বাচনকে কেন্দ্র করে সব চ্যালেঞ্জ সরকারি কর্মকর্তাদেরকেই নিতে হবে এবং তারাই তা পরিচালনা করবেন। ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।”

তিনি আরও জানান, সহিংসতার ভিডিও ফুটেজ দেখে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নিরপরাধ সাধারণ মানুষ যেন কোনো ভোগান্তির শিকার না হয় সেদিকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারসহ ভাঙ্গা উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!