ফরিদপুরের বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা উপজেলা হলরুমে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাব্বির আহমেদ, বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় জানানো হয়, এবারের পূজা উদযাপনে বোয়ালমারী উপজেলায় মোট ১২২টি মন্দিরে অনুষ্ঠান হবে। নিরাপদ ও শান্তিপূর্ণ উদযাপনের জন্য মণ্ডপে নিরাপত্তা জোরদার করা, সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন, ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ সঙ্গীত পরিবেশনের ব্যবস্থা এবং সরকারি নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপস্থিত নেতারা বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা দ্রুত স্থানীয় পুলিশ ও প্রশাসনকে জানাতে হবে।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে