AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঁচা-মরার লড়াইয়ে আজ আফগান চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২৮ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বাঁচা-মরার লড়াইয়ে আজ আফগান চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

সমীকরণ পরিষ্কার— আজ জিততে পারলেই টিকে থাকবে সম্ভাবনা, হারলেই কার্যত বিদায়। আবুধাবিতে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে তাই বাংলাদেশের সামনে ডু অর ডাই ম্যাচ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এই লড়াই।

টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান ইতিমধ্যেই শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, অন্যদিকে বাংলাদেশ এখনো শিখছে ফরম্যাটের খুঁটিনাটি। ২০১৪ সালে মিরপুরে প্রথম দেখায় আফগানদের বিপক্ষে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। কিন্তু সময় পাল্টেছে, আফগানরা এখন ফেভারিট, টাইগাররা আন্ডারডগ।

দুই দলের মুখোমুখি ১২ ম্যাচের মধ্যে আফগানিস্তান জিতেছে ৭টিতে। বিশেষ করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের কাছে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ, সেই স্মৃতি এখনও তাজা। ওই আসরে আফগানিস্তান পৌঁছেছিল সেমিফাইনালে।

এবারের টুর্নামেন্টে হংকংয়ের বিপক্ষে বড় জয়ে রানরেট বাড়িয়েছে আফগানরা। বাংলাদেশও একই প্রতিপক্ষকে হারালেও শ্রীলঙ্কার কাছে হেরে জটিল সমীকরণে পড়েছে। এখন শুধু আফগানদের হারালেই হবে না, শেষ ম্যাচে লঙ্কানদেরও আফগানিস্তানকে হারাতে হবে— এমন ভাগ্যের খেলায় দাঁড়িয়ে গেছে লিটন দাসের দল।

তবে সব হিসাব-নিকাশের আগে মূল চ্যালেঞ্জ একটাই— আজ আফগানিস্তানকে হারানো। জয় না এলে গ্রুপপর্ব থেকেই বিদায়ের প্রস্তুতি নিতে হবে টাইগারদের।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!