AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ১০৬ ফিলিস্তিনি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৩২ এএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ১০৬ ফিলিস্তিনি

গাজা শহরে নতুন করে ভয়াবহ বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া হামলায় অন্তত ১০৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ৯১ জনই গাজা সিটির বাসিন্দা।

ইসরায়েল সেনারা শহরটিকে “বিপজ্জনক যুদ্ধক্ষেত্র” হিসেবে ঘোষণা করেছে। আল-তৌফিক টাওয়ারে ইসরায়েলি যুদ্ধবিমানের আঘাতের একটি ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই বছর ধরে চলমান ইসরায়েলের এই সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করা যায়। প্রতিবেদন প্রকাশের পর বিশ্বব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আরব ও ইসলামি দেশগুলোর নেতারা দোহায় এক জরুরি বৈঠকে মিলিত হয়ে ইসরায়েলের পদক্ষেপকে ‘কাপুরুষোচিত’ আক্রমণ এবং গাজায় গণহত্যা হিসেবে নিন্দা জানিয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬৪ হাজার ৯৬৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ। অপরদিকে একই সময়কালে ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ১,১৩৯ জন, আর প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল ৭ অক্টোবরের হামলায়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!